Design & Consultant

আপনার দীর্ঘদিনের সঞ্চয়ের সঠিক এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য।

আমাদের সেবাসমূহঃ

বাড়ির নকশা

মানসম্মত আর্কিটেকচারাল প্লান

কাঠামোগত নকশা

Cost Effective Structural Design

বৈদ্যুতিক ও পাইপ লাইনের নকশা

Electrical & Plumbing Design

সাইট পরিদর্শন

Site Supervision BY Engineer

***সম্পূর্ন ফ্রি কন্সালটেন্সি!!! ডায়াল করুন

আমাদের কাছে কোন প্রজেক্ট ছোট নয় বরং গুরুত্ব পূর্ণ

বাড়ি নির্মাণের কথা ভাবছেন? আমরাই দিতে পারি আকর্ষণীয় সব ডিজাইন ।বর্ষা শেষে এখনই বাড়ি নির্মাণ করার উপযুক্ত সময়। আপনার কষ্টে অর্জিত টাকায় নির্মিত বাড়িটি হোক সুন্দর ও নিরাপদ জমির সঠিক ব্যবহার নিশ্চিত করা, গ্রিন ও ন্যাচারাল ভেন্টিলেশন এর ব্যবস্থা করার মাধ্যমে আকর্ষণীয় ও নিরাপদ বাড়ি নির্মাণই আমাদের মূল লক্ষ্য । প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে খুব আকর্ষণীয় ও পছন্দমত একটি বাড়ি করার । আর আপনার এই স্বপ্নের বাড়িটির বাস্তবায়ন করতে আমরা আছি আপনারই পাশে।

ইঞ্জিনিয়ার দিয়ে প্লান করিয়ে অনেকেই বাড়ি করছেন ।
প্লান করে বাড়ি করা অবশ্যই ভাল এতে আপনি আপনার জমির সঠিক মূল্যায়ন করতে পারবেন । প্লান করে বাড়ি করলে ড্রয়িং এ সবকিছুই দেয়া থাকবে। তারপরও যদি আপনাদের কারও শখ থাকে নিজের বাড়ির প্লানটা নিজেই করবেন ।

Years Established

Completed Projects

Latest Projects

ডুপ্লেক্স

 

খুলনা

১৮০০ বর্গফুট

পল্লী নীড়

৮ তলা আবাসিক ভবন।

ব্যাপারীপাড়া, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ

২৬০০ বর্গফুট, ২ টি ইউনিট

রুফ রয়্যাল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট

 

মুজিব চত্বর , ঝিনাইদহ সদর, ঝিনাইদহ

২৭০০ বর্গফুট

Asit Residence

4 STOREYED RESIDENTIAL BUILDING

CAKLAPARA, JHENAIDAH

1300 SFT

আমরা ৩ বছর ধরে বাড়ি তৈরীর কাজ করছি

আপনার কষ্টে অর্জিত টাকায় নির্মিত বাড়িটি হোক সুন্দর ও নিরাপদ জমির সঠিক ব্যবহার নিশ্চিত করা, গ্রিন ও ন্যাচারাল ভেন্টিলেশন এর ব্যবস্থা করার মাধ্যমে আকর্ষণীয় ও নিরাপদ বাড়ি নির্মাণই আমাদের মূল লক্ষ্য ।

যোগাযোগ করুনঃ

০১৭৫০০৫৮৩৩৯

চলুন একসাথে কিছু পরিকল্পনা করি

প্রাইমারী প্লান তৈরী করবেন আপনি, আপনার স্বপ্নের বাড়ি স্বপ্নের মত করে সাজাবেন। আমরা আপনার পাশে থেকে সহযোগীতা করবো মাত্র।

বাড়ি তৈরীতে আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ার কেন অবশ্যই লাগবে?

সুন্দর বাড়ি করতে যেমন একজন স্থপতি দরকার, তেমনি বাড়ির মজবুত কাঠামো নির্মাণে সিভিল ইঞ্জিনিয়ার অথবা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দরকার। সিভিল ইঞ্জিনিয়ার বাড়ির ভিত্তি (ফাউন্ডেশন) রড ও সিমেন্টের সুষম ডিজাইন করে দেন, যা বাড়িকে ভূমিকম্প ও ঝড় থেকে স্বাভাবিক সুরক্ষা দেয়। সিভিল ইঞ্জিনিয়ার যেকোনো স্থাপনা নির্মাণে চিকিৎসকের মতো ভূমিকা পালন করে থাকেন। তাদের মতে, বাড়ি নির্মাণে মোটেই কোনো ভুল করা যাবে না। কারণ একটু ভুলের জন্য ভবিষ্যতে চরম মূল্য দিতে হতে পারে। আপনার সারা জীবনের বিনিয়োগ ও জীবন ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়তে পারে। তাই বাড়ি নির্মাণের আগে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অথবা পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়া উচিত।

মাটি পরীক্ষার প্রয়োজনীয়তা আছে কি?

বাড়িটি যে মাটির ওপর দাঁড়িয়ে থাকবে, সেটা পরীক্ষা করিয়ে নিন। অবশ্যই ভালো প্রতিষ্ঠান থেকে ভালো জিওটেক ইঞ্জিনিয়ার দ্বারা মাটির গুণগত মান পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। এ ব্যাপারে খরচ কমাতে প্রায়ই চরম উদাসীনতা লক্ষ্য করা যায়। মনে রাখবেন, মাটি পরীক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মাটি পরীক্ষার আগে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ার অথবা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সঙ্গে পরামর্শ করে নিন। কারণ আপনার বাড়ির উচ্চতার সঙ্গে কত গভীরতায় বোরিং করতে হবে, তা আপনাকে বলে দেবেন তারাই।

সঠিক সুপারভিশন কেন খুব দরকারি?

বাড়ি নির্মাণের সময় অবশ্যই একজন সুপারভিশন ইঞ্জিনিয়ার নিয়োগ দিন। কাজের মান ভালোভাবে ড্রইং অনুসারে হচ্ছে কিনা তা তদারকি করে থাকেন সুপারভিশন ইঞ্জিনিয়ার। বিষয়টি নগণ্য হলেও বাড়ি নির্মাণের ক্ষেত্রে খুবই জরুরি। প্রায়ই দেখা যায়, কলাম বা বিম ঢালাইয়ের সময় কংক্রিট মিক্সারে পরিমাণমতো পানি মেশানোর বিষয়টি লক্ষ্য রাখা হয় না। এমন ঢালাইয়ে নির্মিত কলাম বা বিম মজবুত ও টেকসই হয় না। দুর্বল বিম বা কলামের ওপর দাঁড়িয়ে থাকা যেকোনো বাড়ি ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ। সুপারভিশন ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে নিন্মমানের ঢালাই সম্ভব নয়।

কোন মিস্ত্রি দিয়ে কাজ করাবেন?

দক্ষ ও অভিজ্ঞ রাজমিস্ত্রি দিয়ে বাড়ির নির্মাণকাজ সম্পন্ন করুন। আনকোরা মিস্ত্রি দিয়ে কাজ করলে নির্মাণ-সামগ্রীর অপচয় হবে। কাজের ক্ষেত্রেও অনেক ভুল হবে। এতে নির্মাণ-ব্যয় বাড়বে।

মালামালের গুনগত মান সম্পর্কে কি কি জানেন আপনি?

রডের মানের ব্যাপারে আপসহীন হোন। শুধু নামিদামি কোম্পানি দেখে নয়, খরচে সাশ্রয়ী হওয়ার জন্য সস্তায় রড কেনার পথও পরিহার করুন। দোকানি গ্রেড (৪০, ৬০ ও ৭০) অনুযায়ী সব রড সঠিকভাবে সরবরাহ করছে কিনা ভালোভাবে তা যাচাই করুন। মিলিয়ে নিন ডিজাইনে কোন কোন গ্রেডের রড ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে।
নির্মাণকাজের গুরুত্বপূর্ণ উপাদান সিমেন্ট। বর্তমানে বাংলাদেশে উৎপাদিত অধিকাংশ সিমেন্ট আন্তর্জাতিক মানসম্পন্ন। তবুও ক্রয় করার আগে তার টেস্ট রেজাল্ট পরখ করে নিন। প্রয়োজনে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে পারেন। নির্মাণকাজে সিমেন্ট মেশানোর আগে ব্যাগ খুলে দেখে নিন সিমেন্ট জমাট বেঁধে আছে কিনা। জমাট বেঁধে থাকলে তা পরিবর্তন করে তরতাজা ব্যাগের সিমেন্ট ব্যবহার করুন।
নির্মাণ-সামগ্রীর আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো বালি। নির্মাণকাজে ব্যবহারের আগে এরও যথেষ্ট যাচাই-বাছাইয়ের দরকার আছে। কাজের আগে যাচাই করে নিন বালির এফএম (FM= Fineness modulus) ঠিক আছে কিনা। কাজ করার আগে চালনি দিয়ে চেলে নিন, যাতে ময়লা না থাকে।
কংক্রিট বা খোয়া (ইট, পাথর) ব্যবহারের আগে তার মান যাচাই করে নিন। প্রয়োজনে ল্যাবরেটরি থেকে তারও পরীক্ষা করিয়ে নিন। পরিষ্কার ও ভালো মানের খোয়া ব্যবহার করুন। ব্যবহারের আগে পানি দিয়ে ভিজিয়ে নিন।

যোগাযোগের ঠিকানা

ক্যাসেল ব্রীজ রোড, আরাপপুর, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ

+৮৮০ ১৭৫০ ০৫৮৩৩৯ ; +৮৮০ ১৮৬৬৬৬০৩০৬

aovdcf@gmail.com